নিজস্ব প্রতিবেদক, দিশাডটকমঃ – সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজনগর (হালেয়া)গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১ জনসহ আহত ২৫।শনিবার বিকাল ২ টায় গ্রামের ছফির মিয়া ও লাল মিয়ার লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনাটি হয়।এসময় অবৈধ বন্দুকের গুলি চালালে ১১ জন গুলি হয়। গুলিবিদ্ধরা হলো ছালিক মিয়া(৬০) কাপ্তান মিয়া(১৮) ইব্রাহিম (১৮) হাবিবুর(১৭) সুজন(২০) শাহজাহান(৩৫) হাসান(২০)মুক্তাদির(১৫) জিলাল(২০) ছাদ মিয়া(২২) খেজুর (২৭)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া প্রেরন করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর (হালেয়া) গ্রামের বিবাদমান দুই পক্ষের লোকজন কর্তৃক মাস খানেক পুর্বে গ্রামের আধিপত্য নিয়ে মারামারি হয়। ঘটনাটি শনিবার দুপুরে পাশের গ্রামের শালিসদের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে বৈঠকে বসে নিষ্পত্তি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে ছফির মিয়া লোকজন নিয়ে বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষ লাল মিয়ার বাড়ির কাছে যাওয়ার পর লাল মিয়ার লোকজন অবৈধ অস্ত্র নিয়ে ছফিরের লোকজনের উপর হামলা চালালে দু’পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ১১ জন গুলি বিদ্ধসহ দুই পক্ষের ৩০ জন আহত হন। ছফির মিয়ার পক্ষের আহতদের জগন্নাথেুর দিরাই উপজেলা হাসপাতালে নেওয়া হলে গুলিবিদ্ধ ১১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকার সালিশ ব্যক্তিত্ব বাউল তছর উদ্দিন জানান আগের মারামারির ঘটনাটি নিষ্পত্তি করে দেয়ার পর বাড়িতে যাওয়ার সময় শ ছফির মিয়া ও লাল মিয়ার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ব্যাপারে এক পক্ষের লোকজন অপর পক্ষের লোকদের দায়ী করছেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন রাজনগর গ্রামের সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নে। গ্রামের পরিবেশ শান্ত রয়েছে।
দৈনিক দিরাই শাল্লা
১০:৩৩ অপরাহ্ণ