স্টাফ রিপোর্টার
দুই ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জে দিরাই থানা ওসিসহ করোনা শনাক্ত হয়েছেন। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ছাতক উপজেলার ৪ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জ জেলার ৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হন।
শাবি ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৭৯ জনের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৪ জন, ছাতক উপজেলায় ১৭ জন, সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৭ জন, শাল্লা উপজেলায় ৭ জন, দিরাই উপজেলায় ৩ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ৫ জন রয়েছেন। এনিয়ে সুনামগঞ্জের ৬৪৬ জন শনাক্ত হলেন।
এদিকে দিরাইয়ে ৩ জনের মধ্যে অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) ওসিসহ উপজেলায় আরও ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত অন্যরা হলেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স খন্দকার খায়রুল আলম ও উপজেলার চরনারচর ইউনিয়নের নোয়ারচর গ্রামের মুজিবুর রহমান (৫০)। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য নিশ্চিত করে। এছাড়াও গত ১১ জুন ১ প্রধান শিক্ষিকাসহ তিনজন ও ১০ জুন আরও এক যুবকের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলা প্রশাসক অফিস সুত্র অনুযায়ী দিরাই উপজেলায় সর্বমোট ১৪ জন করোনায় শনাক্ত হয়েছেন।