দক্ষিন সুনামগঞ্জে বিষক্রিয়ায় এক গৃহবধুর আত্মহত্যা

 

নিজস্ব প্রতিবেদক,সুনামগঞ্জ ঃ দক্ষিন সুনামগঞ্জে বিষক্রিয়ায় এক গৃহবধু আত্মহত্যা করেছে। তিনি ২ সন্তানের জননী ও  দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজিনগর গ্রামের তছলিম উদ্দিনের স্ত্রী রুপসী বেগম(২৬)। জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে রুপসী বেগম বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষপানের অবস্থা বুঝতে পেরে তাৎক্ষনিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।

এ ব্যাপারে দক্ষিন সুনামগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বিষপানে গৃহবধুর আত্বহত্যার খবরটি নিশ্চিত করে জানান,লাশ ময়না তদন্ত করে দাফনের জন্য স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। কোন কারনে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।