সংবাদটি পড়া হয়েছে: ১,৭১৭
নিজস্ব প্রতিবেদক, দিশা ডটকমঃ সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থীসহ নিহত দুই কিশোরের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল ২.৩০ মিনিটে আল-হেরা জামেয়ার মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক পৃথক কবরস্থানে নিহত পাবেল ও সোহাগকে দাফন করা হয়।আল-হেরা জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের পরিচালনায় জানাযা পূর্ববতি সমাবেশে বক্তব্য রাখেন কোরবাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বরকত, আল-হেরা জামেয়ার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, ইমাম মাওলানা ফজলুল হক ও মাওলানা আনোয়ার হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সেক্রেটারি এম এ হোসাইন, শিবির নেতা জাকির হোসেন, হিফজুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও আল হেরা জামেয়ার শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীগন।
রবিবার সন্ধ্যায় সদর উপজেলার সুনামগঞ্জ আমবাড়ী সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় দুই কিশোর । তারা সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি এলাকার বাসিন্দা। নিহত পাভেল(১৭) আলহেরা জামেয়া ইসলামীয় মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। সে মাইজবাড়ি বদিপুরের বাসিন্দা শামছুনূরের ছেলে। দুর্ঘটনায় নিহত আরেক কিশোর সোহাগ(১৬) একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে। সোহাগ পেশায় একজন কাঠমিস্ত্রী। নামাজে জানাযা পরিচালনা করেন আল-হেরা জামেয়ার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদ।