দিরাই প্রতিনিধি :::
বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে অতর্কিত হামলায় পারভিন আক্তার (৪০)নামে এক মহিলা আহত হয়েছেন । তিনি গ্রামের কাজল মিয়ার স্ত্রী। গত রোববার পারভিন আক্তারের বাড়িতে ঘটনাটি ঘটে। পরে তার স্বজনেরা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে তার স্বামী কাজল মিয়া বাদী হয়ে হামলাকারী প্রতিপক্ষ আবুল হাশেমের ছেলে ইসব মিয়া , ইকবাল মিয়াসহ আটজনের বিরুদ্ধে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবরণে জানা যায়, উজানগাঁও গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে ইসব গংদের সাথে বাড়ির সিমানা নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ রয়েছে। গত রোববার দুপুরে মহিলার বাড়িতে এসে ইসব মিয়া তাদের লোকদের নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা চালায়। হামলায় মহিলা হাতে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। এসময় হামলাকারীরা ঘরের ভিতরে প্রবেশ করিয়া নগদ অর্থ লুটসহ ব্যপক ক্ষতি সাধন করেছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম বলেন উজানগাঁওয়ে মহিলার উপর হামলার বিষয়ে আমি অবগত নই।লিখিত অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্হা নেওয়া হবে।
admin
৯:০৫ অপরাহ্ণ