নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ- যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের দিরাই উপজেলাবাসীর অর্থায়ন ও উদ্যোগে নতুন শিক্ষা প্রতিষ্টান ‘দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দিরাই পৌরসভার নতুন বাগবাড়ি এলাকায় বিদ্যালয়ের নিজস্ব ভূমিতে নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর করেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আলম চৌধুরী,দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, প্রাক্তন মেয়র হাজি আহমদ মিয়া, দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন কমিটি ইউকে’র সাধারন সম্পাদক ব্যারিষ্টার ফখরুল আলম চৌধুরী শামীম, সাংগঠনিক সম্পাদক সিজিল মিয়া,ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিশিষ্ট রাজনীতিবীদ আব্দুর রশিদ,যুক্তরাজ্য প্রবাসী হাজি আব্দুল মজিদ, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইমরান হোসাইন,ব্যবসায়ী সুন্দর মিয়া সরদার , ইয়াকুব সরদার, পৌরসভার কাউন্সিলর সবুজ মিয়া,দিরাই সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা সরদার (রুমি) নগদী পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ফারুক সরদার, সদস্য জাকির হোসেন,উপস্থিত ছিলেন সেবুল রেজা চৌধুরী , মুরাদ মিয়া, জালাল মিয়া, সুজাত মিয়া, রাজীব মিয়া প্রমূখ।ভিত্তি প্রস্তর অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন নতুন বাগবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা তাঈদ আহমদ ।