দিরাইয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ধান লুটপাটের অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক  ঃ- দিরাইয়ে ধান শুকানোর মাঠ(খলা) নিয়ে দুপক্ষের মারামারির পর প্রতিপক্ষের ধান লুটপাটের ও নদীতে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।এনিয়ে দু’পক্ষের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের নোয়ারচর গ্রামের শান্তু মিয়া ও লিটন মিয়ার লোকজনের মাঝে এ হামলা এবং লুটপাটের ঘটনাটি ঘটে ।
থানা পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা যায়, নোয়ারচর গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে শান্তু মিয়ার বাড়ির সামনের ধান শুকানোর জায়গা নিয়ে মৃত ঠান্ডা মিয়ার ছেলের লিটন মিয়ার মাঝে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছে। এনিয়ে দু’পক্ষই কয়েকবার মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনায় শান্তু মিয়ার ভাতিজা রেজাউল করিম বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে তিন আগে থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার দিরাই থানার এস আই অরুপ দাস সরেজমিন তদন্ত করেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে লিটন মিয়া তার লোকজন নিয়ে শান্তু মিয়ার বাড়িঘরে হামলা করে। এসময় মাঠে শুকানোর জন্য রাখা অন্তত ৫০ মন ধানের মাঝে ২০ মন ধান জোরপূর্বক লুট করে নিয়ে যায় এবং বাকি ধান মাঠের পাশে সুরমা নদীতে ফেলে দেয়। এবিষয়ে শান্তু মিয়া মঙ্গলবার থানায় আরেকটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে দিরাই থানার এস আই অরুপ বিশ্বাস বলেন নোয়ারচর গ্রামের দুপক্ষের মাঝে জায়গা সংক্রান্ত বিরোধে পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।