দিরাইয়ে নৌকা ডুবিতে ছেলেকে বাচাঁতে বাবার সলিল সমাধি

 

নিজস্ব প্রতিবেদক, দিশাডটকমঃ – সুনামগঞ্জের দিরাইয়ে আপন সন্তানকে বাঁচাতে গিয়ে নৌকা ডুবিতে কার্তিক রঞ্জন তালুকদার (৪৫) নামে একজনের সলিল সমাধি হয়েছে। তিনি উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের ক্ষীতিশ রঞ্জন তালুকদারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে ছোট নৌকা দিয়ে পাশের বাজারে যাওয়ার পথে হঠাৎ ঝড়ের কবলে পরে এই মর্মান্তিক দূর্ঘটনাটা ঘটে।খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় পানির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু জানান, দুপুরে ছোট নৌকা দিয়ে কিছু শুকনো ধান ভাঙ্গাতে পাশের বাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন কার্তিক তালুকদার। সাথে ছিলো নিজেরই ১০/১২ বছরের এক ছেলে।বাজারের কাছাকাছি আসার আগেই হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়।এসময় প্রবল বাতাসের কারণে ধান বোঝাই নৌকাটি ডুবতে দেখে নিজের ছেলেকে বাঁচানো জন্য প্রাণপণ চেষ্টা করে ধানের উপর থাকা ত্রিপলিতে তুলে রাখেন। দূর থেকে দৃশ্যটি দেখতে পেয়ে এলাকার লোকজন এগিয়ে গিয়ে নৌকাসহ ছেলেটিকে নিরাপদ জায়গায় নিয়ে গেলেও নিখোঁজ হয়ে যান পিতা কার্তিক তালুকদার। এর পর এলাকাবাসী নৌকা জাল নিয়ে খোঁজ করতে থাকেন তাকে।খবর পেয়ে দিরাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিকাল তিনটার পর পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় জাল দিয়ে পানির নিচ থেকে মৃত দেহ উদ্ধার করা হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম নৌকা ডুবিতে একজনের সলিল সমাধির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় মৃতদেহ উদ্ধার করেছে।