নিজস্ব প্রতিবেদক, দিশাডটকমঃ
সুনামগঞ্জের দিরাই পৌরসভার বাগবাড়ি প্রতিভা স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দিরাই আবহানীকে টাইব্রেকারে (৩/১) গোলে হারিয়ে বিজয় চিনিয়ে নিল গোলাপনগর স্পোর্টিং ক্লাব। প্রতিভা স্পোর্টিং ক্লাব টুর্নামেন্ট – ২০২১ খেলায় মোট ৬২টি টিম অংশ নেয়। শুক্রবার বিকালে বাগবাড়ি জামতলা মাঠের ফাইনাল খেলায় ৩০+৩০ মিনিটের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে গোলমুখর অবস্থায় টানটান উত্তেজনা থাকলেও কোন পক্ষের খেলোয়াড়েরা গোল করতে পারেনি।দ্বিতীয়ার্ধে সময় শেষে রেফারি সাদ্দাম হোসেন খান টাইব্রেকারের সিদ্ধান্ত নেন। গোলাপনগর স্পোর্টিং ক্লাবের অবেলে ও বিক্টোরি নামে দুই জন নাইজেরিয়ান খেলোয়ার ছিল। তাদের দুটি বল আটকাতে পারেনি গোলকিপার শিহাব সরদার। ফলে চ্যাম্পিয়ন হয় গোলাপ নগর স্পোর্টিং ক্লাব। রানার্সআপ হয় আবাহনী স্পোর্টিং ক্লাব দিরাই।
খেলা শেষে বিজয়ী দলের পক্ষে অধিনায়ক আনছার আলী পুরষ্কার গ্রহণ করেন।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র জনাব বিশ্বজিৎ রায়। অতিথি হিসেবে আরও ছিলেন প্যানেল মেয়র হেলেনা বেগম খেলা, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, কাউন্সিলর অাবুল কাসেম,সাবেক আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আলী দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইমরান হোসাইন, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট ব্যবসায়ী হান্নান অর রশীদ, মোবারক মিয়া, শাহ আলম, প্রমূখ। খেলার ১ম পুরুষ্কার ২১” টিভি
দাতা সৌদি আরব প্রবাসী রাসেল আহমেদ ২য় পুরুষ্কার গোল্ড কাপ
দাতা সাইফুর রহমান। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক, প্রভাষক মিজানুর রহমান পারভেজ।