দিরাই প্রতিনিধি :- সুনামগঞ্জের দিরাইয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মাদ্রাসা ছাত্র ইমরান (১২) কে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের। নিহত ইমরানের পিতা আবুল কাশেম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। দিরাই থানার মামলা নং ১০- তারিখ ১৮/০৯/২৩ ই।এ মামলার প্রধান আসামি আবুল খায়েরকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ । আসামি আবুল খায়ের নিহত ইমরান হোসেনের আপন চাচা। ইমরান হোসেন দিরাই উপজেলার টংগর গ্রামের আবুল কাশেমের ছেলে।সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেনীর ছাত্র ছিলো।
দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার টংগর গ্রামের মৃত দিয়ানত উদ্দিনের ছেলে আবুল খায়ের ও আবুল কাশেমের মাঝে বসত বাড়ির সীমানা নিয়ে ঝগড়াঝাটি হয়।এসময় আবুল খায়ের ও তার ছেলেদের বেধরক মারপিটের কারনে আবুল কাশেম ও তার ছেলে ইমরান(১২) মেয়ে রিনা বেগম (২১) মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় আহতরা দিরাই উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলে আশংকা জনক অবস্থায় তিনজনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক মনি রানী তালুকদার । সেখানে চিকিৎসারত অবস্থায় পরদিন বুধবার বিকেল চারটায় মাদ্রাসা ছাত্র ইমরান মারা যায়।দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বলেন, টংগর গ্রামের আবুল কাশেম বাদী হয়ে আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আবুল খায়েরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।