সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ সম্মেলন আগামী ৫ ডিসেম্বর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। কেন্দ্রের নির্দেশে তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট আওয়ামী লীগ নেতারা।
আগামী ৪ ডিসেম্বর সিলেট জেলা ও ৫ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিলো।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে সিলেট মহানগর ও জেলার নেতৃবৃন্দকে এ নির্দেশনা জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, একইদিনে মহানগর এবং জেলা ইউনিটের সম্মেলন আয়োজনে আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।