শাল্লায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদকঃ
শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেছেন, মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতা। এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে শাল্লা থানা পুলিশ। সম্পসারিত বিট পুলিশি ও কমিউনিটি পুলিশি সেবা দিতে থানার পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। সেবাই পুলিশের ধর্ম এই কথাটি বাস্তবায়নে উপজেলার ৪ টি ইউনিয়নে বিট পুলিশি ও কমিউনিটি পুলিশি সেবা দিয়ে যাচ্ছে। ইউনিয়ন ভিত্তিক একজন পুলিশ অফিসার নিয়োগ রয়েছে ও তার সাথে আরেক জন পুলিশ অফিসারও নিয়োগ রয়েছে। ছোট খাটো অপরাধ সমাধানের জন্য এই অফিসগুলো কাজ করছে। উপরুক্ত কথাগুলো সোমবাার বিকালে উপজেলার শাল্লা ইউনিয়ন পরিষদের থানা পুলিশের উদ্যোগে মাদক, জঙ্গী, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন সহ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়ার সভাপতিত্বে ও বিট পুলিশিং এর শাল্লা ইউনিয়নের দায়িত্বে থাকা এসআই শহীদুল ইসলামের পরিচালনায় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।