নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ ছোট দুই শিশুর মারামারির ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীসহ প্রতিবেশিদের চলাচলের একমাত্র রাস্তাটির উপর দেয়াল নির্মান। প্রতিবেশি দুই পক্ষের পাল্টাপাল্টি লিখিত অভিযোগ। থানা পুলিশের তদন্তের পরও দুপক্ষের মাঝে সংঘর্ষের আশঙ্কা বিদ্যমান থাকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান এম আবিদ আলী ও বর্তমান মেম্বার ছালেক নুরের লোকদের মাঝে।
লিখিত অভিযোগ ও সরেজমিনে গ্রামবাসীর সাথে আলাপকালে জানা যায়, ভাটিপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান এম আবিদ আলী ও বর্তমান মেম্বার ছালেক নুরের পরিবারদের খুব কাছাকাছি বসবাস। চেয়ারম্যানের পরিবার সিলেটে বসবাস করেন। বাড়িতে তার ভাই কুটি মিয়াসহ নিকটাত্মীয় দুটি পরিবার থাকেন। চেয়ারম্যানের বসত বাড়ির উত্তর পাশের একমাত্র রাস্তা দিয়েই দীর্ঘদিন ধরে গ্রামবাসিসহ প্রতিবেশি ছালেক নুরের লোকজন চলাচল করে আসছেন। এ রাস্তাটি ব্যবহার করেই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাতায়াত করে। মাস খানেক আগে ছালেকনূরের এক ভাতিজার সাথে চেয়ারম্যানের ভাই কুটি মিয়ার নাতির সামান্য ঝগড়া হয়। বিষয়টি নিয়ে দুই পরিবারের মাঝে মনোমালিন্য দেখা দেয়। এরপর প্রতিবেশি মুরব্বিরা সমাধানের চেষ্টা করেন। কিন্তু বিরোধ সমাধান না হওয়ায় রাস্তাটি বন্ধ করে চেয়ারম্যানের লোকেরা বাড়ির সীমানায় দেয়াল নির্মানের উদ্যোগ নেন। মেম্বার ছালেকনুর জানান, আমাদের চলাচলের বিকল্প রাস্তা না থাকায় পূর্বপুরুষদের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মান করলে ছেলে মেয়ে নিয়ে আমরা গৃহবন্দি হয়ে যাবো। এজন্য গ্রামের মুরব্বিদের নিয়ে তাদেরকে অনুরুধ করে ব্যর্থ হওয়ার পর গত ১৪ জানুয়ারী দিরাই উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট লিখিত অবিযো দাখিল করি।। কিন্তু এতে কোন কাজ হয়নি, তারা প্রভাবশালী হওয়ায় উল্টো আমাদের বিরাদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়ে হয়রানি করছে। চেয়ারম্যানের ভাই কুটি মিয়া বলেন আমাদের পারিবারিক অসুবিধার কারনে উত্তর পাশের রাস্তাটি বন্ধ করে দেয়াল নির্মান করছি,কিন্তু আমরা তাদের চলাচলের জন্য বাড়ির দক্ষিন পাশে রাস্তা করে দিতে চাইলে তারা মানতে চায়না। আমাদের জায়গায় দেয়াল নির্মানে বাধা দেয়ায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। দিরাই থানার এস আই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরী বলেন,ভাটিপাড়া গ্রামে বাড়ির সীমানা প্রাচীর নির্মান নিয়ে এক পক্ষের বাঁধা দেয়ার লিখিত অভিযোগের পর সোমবার সকালে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান সাহেবসহ স্থানীয় লোকজনের মাধ্যমে উভয় পক্ষকে সমঝোতায় আসার জন্য বলেছি,সমঝোতা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কাজী বলেন, তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের মাঝে মনোমালিন্য তৈরী হওয়ায় এই পরিস্থিত সৃষ্টি হয়েছে। দুই পক্ষকে নিয়ে আগামী শুক্রবার সমঝোতা বৈঠকে বসা হবে।