স্ত্রী-মেয়ের সাথেই দিরাই ছাড়লেন নাসির উদ্দীন চৌধুরী

দিরাই প্রতিনিধি: স্ত্রী-মেয়েদের মারধরের ব্যাপক আলোচনা ও সমালোচনার মূখে এবার স্ত্রী-মেয়েদের সাথে দিরাই ছেড়েছেন সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সাবেক এমপি বর্ষিয়ান বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী। রোববার সন্ধ্যায় তিনি দিরাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

এর আগে পারিবারিক বিষয় নিয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন, আমাদের পারিবারিক বিষয় অতিরঞ্জিত করে প্রচার করা হয়েছে। আমাকে জিম্মিদশায় রাখা হয়নি। এগুলো অসত্য। সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলে যেটা প্রচার হচ্ছে, সেটাও ঠিক না। আমার চিকিৎসা চলছে। আগামীতেও চিকিৎসা হবে।

সাবেক এমপি নাছির চৌধুরীর সৎভাই মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে নাছির চৌধুরী স্ত্রী ও দুই মেয়ের বরাত দিয়ে বলা হয়, সৎভাইদের জিম্মিদশায় রয়েছেন নাছির চৌধুরী। তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না।
এরই প্রেক্ষিতে রোববার (২০ এপ্রিল) দিরাই পৌর শহরের বাসায় সংবাদ সম্মেলন আহবান করেন নাছির চৌধুরী। এর আগে সৎ চাচাদের হাতে নির্যাতনের শিকার দুই মেয়ে নাদিয়া চৌধুরী ও নাজিয়া চৌধুরী মাকে নিয়ে গণমাধ্যম কর্মী ও দিরাই থানা পুলিশের সহায়তায় নাছির চৌধুরীর বাসভবনে পৌছেন। বেলা ৩টায় দুই মেয়েকে কাছে রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাছির চৌধুরী জানান, ঐদিন রাতে স্ত্রী ও দুই মেয়ের সাথে তার দুই সৎভাই মাসুক ও মিলন চৌধুরীর ঝগড়া ও কিল-ঘুষির ঘটনা ঘটেছে। পারভীন আক্তার তার দ্বিতীয় স্ত্রী। তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরী তার সন্তান। তিনি মেয়েদের ভালোবাসেন, মেয়েরা তাকে ভালোবাসে। তিনি বলেন, মেয়েরা যদি রাজনীতি করতে চায়, তাতে কোন আপত্তি নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যায় স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন দিরাই শাল্লার রাজনীতির কিংবদন্তি নেতা নাছির উদ্দীন চৌধুরী