শাল্লা প্রতিনিধি::
“মানুষ মানুষের জন্য” মানবতার কল্যাণে কাজ করাই মানুষের ধর্ম এই কথাটির তাৎপর্য দিরাই শাল্লার প্রতিটি গ্রামে গ্রামে ফুটে উঠেছে। অনেকেই মানবতার ফেরিওয়ালা হিসেবে আখ্যায়িত করছেন সৌমেন সেনগুপ্তকে। কারন উনার সহযোগীতার মাধ্যমে গরীব অসহায় পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে মানবেতর জীবন যাপন থেকে মুক্তি পেয়েছে। এরই একটি উদাহরণ বাদল রায়ের পরিবার।
গত সোমবার (১৮ মে) বিকেল ৩ টায় প্রিয় নিউজ ২৪ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি বিপ্লব রায় নিজ ফেসবুকে বাদল রায়ের মানবেতর জীবন যাপন নিয়ে একটি পোস্ট করেন। এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে মানবিক সংগঠন গ্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌমেন সেনগুপ্তের নজরে আসে। আসার পর পরই সৌমেন সেন আমেরিকা থেকে উনার প্রতিনিধি ছাত্রলীগ নেতা রাজু দাসের সাথে যোগাযোগ করে বাদল রায়কে আর্থিক সহযোগীতা করার আশ্বাস দেন। এই আশ্বাস আজ বাস্তবে রুপান্তরিত হল।
বুধবার বিকেল ৫ টায় শাল্লা উপজেলা ছাত্রলীগ নেতা রাজু দাসের মাধ্যমে সৌমেন সেনের পক্ষ থেকে অসহায় বাদল রায়ের স্ত্রী অনিতা রানী রায়ের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক বিপ্লব রায়।