দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নো পাঁচটি গ্রামে ১০ কিলোমিটার লাইনের পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বলনপুর গ্রামের মাঠে এর উদ্বোধন করেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
এ উপলক্ষে এলাকাবাসীর আয়োজনে বলনপুর গ্রামে উদ্বোধনপূর্ব জনসভায় নারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে এবং জয়ন্ত কুমার সরকার’র পরিচলনায় প্রধান অতিথির বক্তব্যে জয়া সেনগুপ্তা এমপি বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ঐক্য সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়।
জনসভায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সুনামগঞ্জ
জোনের এজিএম নিথিশ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, শাহজাহান কাজী, রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জাহেদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অহিভূষণ তালুকদার সাধু, যুবলীগ নেতা চন্দন তালুকদার, প্রীতেশ তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল তালুকদার প্রমুখ।
দৈনিক দিরাই শাল্লা
৮:০৬ পূর্বাহ্ণ