দিশা ডেস্কঃ
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ মারা গেছেন। ইন্না লিল্লা… রাজিউন। শুক্রবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন ব্র্যাকের ভারপ্রাপ্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা রাফে সাদমান আদেল।
নভেম্বরের শেষ দিকে ফজলে হাসান আবেদ অসুস্থ বোধ করার পর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাত ৮ টার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে আদেল জানান।
৮৩ বছর বয়সে চলতি বছর স্যার আবেদ ব্র্যাকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন। তাকে প্রতিষ্ঠানটির ইমেরিটাস চেয়ার নির্বাচিত করা হয়।
১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠা করার পর তা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে ভূমিকা রাখায় স্যার আবেদ বাংলাদেশ ও বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন।