নিজস্ব প্রতিবেদক, দিশাডটকমঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল এক নেতা জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়াকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। মোশাররফ মিয়া এই শোকজ নোটিশের জবাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান দৈনিক দিরাই শাল্লা ডটকমকে বলেন, কেন্দ্রীয় কমিটি দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়াকে বহিষ্কার করেছে, এটা নিশ্চিত।আমরা (সোমবার) আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিককে নিয়ে দিরাই নির্বাচনে যাব। সেখানে কর্মী সভায় বহিষ্কারের বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানানো হবে।মেয়র মোশাররফ মিয়া দাবি করেছেন, ‘দলের সম্মান রক্ষায় তিনি মেয়র পদে প্রার্থী হয়েছেন’। এখন পর্যন্ত বহিষ্কারের কোন সিদ্ধান্ত বা চিঠি তিনি পাননি।