দিরাই প্রতিনিধি ঃ হাওর বেষ্টিত সুনামগঞ্জের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ দিরাই উপজেলার বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদারের বিরোদ্ধে জেলা প্রশাসক বরাবর দাখিলকৃত লিখিত অভিযোগের তদন্ত শুরু হয়েছে। রোববার সকাল ১১টায় দিরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সফি উল্লাহ নিজ কার্যালয়ে এ তদন্ত শুরু করেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার গত ৫ই মার্চ তারিখের ১৫৪/১নং স্মারকে প্রাপ্ত পত্রের আলোকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের বিষয়ে তদন্ত করতে ১৬ জুন নিজ স্বাক্ষরিত নোটিশের (স্মারক নং ০৫.৪৬.৯০২৯.০০০.২০.০০৯.১৯-৬৪৬) আলোকে অভিযোগকারী ও কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদারের উপস্থিতিতে তদন্ত করেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সূত্রে জানা যায়, দিরাই উপজেলার গলিশাল গ্রামের বাসিন্দা জনৈক জুয়েল মিয়া বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদারের বিরোদ্ধে এলাকাবাসীর পক্ষে গত ২৪ শে ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।লিখিত অভিযোগে বলা হয় বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদার কলেজের প্রতিষ্টালগ্ন থেকে দপ্তরের কর্মকাজে বিভিন্ন ধরনের অনিয়ম,অনৈতিক কার্যকলাপ, অসদাচরন, কর্তব্যকাজে অবহেলাসহ প্রতিষ্টানের বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে অনিয়ম করছেন। তাছাড়াও এলাকার জনৈক মহিলার সাথে অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদার এর অনৈতিক মেলামেশার অশ্লিল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় কলেজের ছাত্রছাত্রীসহ এলাকাবাসী অধ্যক্ষের অপসারন দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। কলেজ প্রতিষ্টালগ্ন থেকে বিভিন্ন ধরনের ভূয়া বিল ভাউচার করে পনের লক্ষ টাকার অধিক অর্থ আত্মসাত করেছেন।কলেজের কোমলমতি ছাত্রীদের দিয়ে এলাকার বিয়ে-সাদি ও সামাজিক নানা অনুষ্টানে ধামাইল গান করে টাকা আয় করেন। অভিযোগ সমুহ বিবেচনাপূর্বক প্রত্যন্ত অঞ্চলের আলোর বাতিঘর বিবিয়ানা মডেল কলেজের শিক্ষা কার্যক্রম সুষ্টু ভাবে পরিচালনার স্বার্থে বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে অভিযোগকারী জুয়েল মিয়া বলেন গত ২৪ শে ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদারের বিরোদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করি। ১৬ জুন তারিখে প্রাপ্ত নোটিশের (স্মারক নং ০৫.৪৬.৯০২৯.০০০.২০.০০৯.১৯-৬৪৬) আলোকে অভিযোগকারী হিসেবে আজ (২১ জুন) প্রমানাদিসহ উপস্থিত হয়ে ইউএনও কার্যালয়ে আমার বক্তব্য পেশ করেছি। কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদারের মোবাইল ফোনটি (০১৯১৮-১৯২৩০১) বন্ধ রয়েছে । তদন্তকারী কর্মকর্তা ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নিতে ব্যক্তিগত মোবাইলে(০১৭৩০৩৩১১১৩) বার বার কল দিলেও রিসিভ করেননি।