সংবাদটি পড়া হয়েছে: ১,৭৪৭
নিজেস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার রাত ১১ টায় জেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
বিদ্রোহীরা ইউনিয়ন পরিষদের ৫ম ধাপের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় মনোনীত প্রার্থীর নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বহিষ্কৃতরা হলেন শাল্লা উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক ও হবিবপুর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সুবল চন্দ্র দাস এবং সাংগঠনিক সম্পাদক ও শাল্লা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল লেইস চৌধুরী।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, এরা দলের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দলের নির্দেশে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৫ম ধাপে ৫ জানুয়ারি উপজেলার ৪ টি ইউনিয়নের ভোট গ্রহণ হবে।