নিজেস্ব প্রতিবেদক ঃ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান বলেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকলে তৃনমুল পর্যায়ের জনগণের উন্নয়ন সাধিত হয়।বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিচক্ষণ রাজনীতির অধিকারী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সকল নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে। তিনি বলেন ২৬ ডিসেম্বর দিরাই উপজেলার জগদল ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হুমায়ুন রশিদ লাভলুকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় জগদল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন রশিদ লাভলুর সমর্থনে হোসেন পুর বাজারে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন মঞ্জুর পরিচালনায় এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সিনিয়র সহসভাপতি এড. সোহেল আহমেদ, সহসভাপতি সিরাজ উদ্দৌলা তালুকদার, ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়,যুগ্ম সাধারন সম্পাদক লুৎফর রহমান এওর, ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ছানু মিয়া,চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন রশিদ লাভলু প্রমুখ।