নিজস্ব প্রতিবেদক দিশা ডটকমঃ-পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিক্ষা হচ্ছে মূল চাবি। যে চাবি দিয়ে সকল দরজাই খোলা যায়, সব ক্ষেত্রেই এগিয়ে যাওয়া যায়। শিক্ষা থাকলে আর কোনো ভয় থাকে না। একটি দেশ এগিয়ে নেয়ার জন্য সবচেয়ে বড় হল নেতৃত্ব। নেতৃত্ব ছাড়া কোনো কিছুই সুন্দর হয় না, উন্নয়নও হয় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ গোলামী থেকে মুক্ত হয়েছিল। বঙ্গুবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন । গত ১১ বছরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। আজ আর দেশে কেউ না খেয়ে থাকে না। দেশ যোগাযোগ বিহীন বিদ্যুৎবিহীন নয়।দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, ইচ্ছে করলেই যে কেউ রোজগার করতে পারে। তিনি আরোও বলেন, দেশের সব মানুষ প্রযুক্তির সেবা পাচ্ছে। যারা আমাদের শোষন করেছে, তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমাদের আজ কাজের জন্য লন্ডন যাওয়ার দরকার নেই। এক সময় পেটে ছিল না ভাত, উপরে ছিলনা ছাদ, হাওরের মানুষ সাঁতার কেটে এক গ্রাম অন্য গ্রামে যাতায়ত করতো, চৈত্র মাসে ছিলো অভাব আর অভাব, কার্তিক মাস আসতো মহামারী নিয়ে, হাজার হাজার মানুষ মারা গেছে কলেরা, বসন্ত, কালাজ¦রে। মোবাইল ফোন কিনতে লক্ষ টাকা লাগতো, চল্লিশ টাকা মিনিট খরচ কওে বিদেশে কথা বলতে হতো।
শনিবার বেলা ১১টায় যুক্তরাজ্য প্রবাসীদের সহযোগিতায় সুনামগঞ্জের দিরাই পৌর সদরের নতুন বাগবাড়ি এলাকায় নির্মিত প্রবাসী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক গেলাম মোস্তফা সরদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লন্ডন টাওয়ার হ্যামল্যাটসের সাবেক মেয়র আবদুল আজিজ সরদার। বক্তব্য রাখেন, বৃটিশ নাগরিক চেনরী ওয়ারফ গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হাওয়ার্ড ডাওবার, জন লাজেট, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান ডাঃ আবদুর রহিম, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সামছুল হক চৌধুরী, প্রবাসী উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা মহি উদ্দিন জগনু। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।