দিরাইয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনকারী লম্পট গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক  সুনামগঞ্জের দিরাই দশম শ্রেণীর ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। ঘটনায় দায়ের করা  মামলার আসামীকে গ্রেফতার করেছে  থানা পুলিশ। মঙ্গলবার রাতে দিরাই থানার এস আই আব্দুস ছত্তারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে  ধর্ষক রফিকুল ইসলামকে (২৫) গ্রেফতার করেন। তার পিতার নাম মৃত মোক্তার আলী। ধষিতা দিরাই সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী   দিরাই পৌর শহরের একজন দিন মজুরের মেয়ে। ধর্ষকের বিরোদ্ধে থানায় মামলা করেছেন ধর্ষিতার পিতা। দিরাই থানার মামলা নং তারিখ ২১২৩ ইং। আসামী রফিকুলকে  গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন।

             থানা পুলিশ ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়,প্রায় পনের বছর আগে উপজেলার সরমঙ্গল গ্রাম থেকে বখাটে রফিকুলের পরিবার পৌর  এলাকায় বসতি স্থাপন করে। পিতৃহীন রফিকুল ইসলাম দীর্ঘদিন থেকেই বখাটে জীবন যাপন করে আসছে। তার যন্ত্রনায় পাড়া প্রতিবেশি অতিষ্ট হয়ে ওঠে। ধষিতার পিতা জানান, সোমবার সন্ধ্যার তিনি বাজারে ছিলেন। তার স্ত্রী বাসায় ছিলেন না। সুযোগে ধর্ষক  তার বসত ঘরে প্রবেশ করে মেয়েটিকে হাত পা বেঁধে জোড়পূর্বক ধর্ষন করে পালিয়ে য়ায়। পরে বাসায় এসে মেয়েটিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা। কর্তব্যরত চিকিৎসক আশংকা জনক অবস্থায় মেয়েটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন। এঘটনায় দায়ের করা  মামলার আসামী রফিকুলকে মঙ্গলবার রাতে  গ্রেফতার করেছে  থানা পুলিশ। বুধবার সকালে  ধর্ষন মামলার আসামী রফিকুল ইসলামকে (২৫) আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে দিরাই থানা অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন বলেন, আসামী রফিকুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দিয়েছে। বিচারক আসামীকে জেল হাজতে প্রেরন করেন।