শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শিশির মনির মেধাবৃত্তির উদ্বোধন করা হয়েছে। দিরাই-শাল্লা উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে শনিবার সকালে শাল্লা উপজেলায় টিঅ্যান্ডটি মাঠে এর উদ্বোধন করা হয়।
মধ্যেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চম্পা তালুকদার ও সাংবাদিক আমির মাহবুবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত (সচিব পদমর্যাদা) জামশেদ আহমেদ।
প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির। তার পৃষ্ঠপোষকতায় এ মেধাবৃত্তি চালু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সনজিৎ কুমার চন্দ, সিনিয়র আইনজীবী মোহাম্মদ শামস উদ্দিন আহমেদ, শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
অনুষ্ঠানে শাল্লার ১৭টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ২ টি মাদরাসার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ২০৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই বৃত্তি পাবেন শিক্ষার্থীরা। পরে সংগঠনের পক্ষ থেকে শাল্লা উপজেলায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।