শাল্লায় গৃহবধুকে হত্যার অভিযোগ: আদালতে মামলা দায়ের

দিশা  ডেস্ক:

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামের রুনা নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার হত্যার অভিযোগ এনে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রুনার ভাই শাহরিয়ার আলম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাযায় বিগত ১৪/১/২০২০ রাতে অথবা ১৫/১/২০২০ তারিখ সকালে শাররীক নির্যাতন করে রুনা বেগম কে হত্যা করা হয়। এর আগে বিগত ২/১/২০২০ তারিখ রাতে রুনার স্বামী রাজু মিয়া দুই লক্ষ টাকা দাবী করে বলে অভিযোগে উল্লেখ করেন শাহরিয়ার আলম। তাদের ধারনা টাকা না দেওয়ায় তাদের বোন কে নির্যাতন করে মারা হয়। ঘটনার দিন রাতে বা দিনে রাজু ও তার পরিবারের লোকজন তাকে নির্যাতন করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেন কিন্তু গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হয়ে যাওয়ায় লাশ গুম করতে পারেনি। আমি গ্রামের অন্যলোক মারফতে বোনের মৃত্যু সংবাদ জানিয়া ইয়ারাবাদ গ্রামে ঘটনাস্থলে গিয়ে আমার বোনের শরীরে বিভিন্ন রকম নির্যাতনের চিন্ন দেখতে পাই আমার সন্দেহ হলে আমি শাল্লা থানা কে গিয়ে বিষয়টি অবগত করি, শাল্লা থানা আমার সংবাদে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। এব্যাপারে শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত রহস্য উদঘাটন হবে।