এস এম খলিলুর রহমান বানিয়াচং প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে হাসপাতাল কমপ্লেক্স’র সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন।
ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরান’র পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম কিবরিয়া লিলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম খোকন, ইউপি চেয়ারম্যান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রেহাছ মিয়া, মোঃ মোত্তাকিন বিশ্বাস, বাবুল চন্দ্র দেব, কিশোর মিত্র, কাজল চ্যাটার্জি প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, এমটি ইপিআই জোবায়ের আহমদ ও গীতা পাঠ করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্লুটো চক্রবর্তী।
সভায় হাসপাতালে ইসিজি সার্ভিস চালু ও সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় ল্যাবরেটরী সার্ভিস চালু করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া বানিয়াচং ৫/৬নং বাজারে অবস্থিত বানিয়াচং উপস্বাস্থ্য কেন্দ্রের ভাউন্ডারিসহ সোলার স্ট্রিট লাইট নির্মানের সিদ্ধান্ত হয়।