নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ- সুনামগঞ্জের দিরাইয়ে হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়মের দায়ে এক পিআইসি সভাপতিকে আটকের পর তিন দিনের জেল দেয়া হয়েছে । তিনি বরাম হাওর উপ-প্রকল্পের ৩০ নং পিআইসির সভাপতি ও উপজেলার তাড়ল গ্রামের মৃত আব্দুস সাত্তার চৌধুরীর ছেলে তফুর আলম চৌধুরী (৬৫)। সোমবার সন্ধ্যায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত সভাপতিকে এ সাজা প্রদান করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে পানি উন্নয়ন র্বোড উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী বলেন, প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে কাজে অনিয়ম দেখতে পেয়ে ৩০ নং পিআইসির সভাপতি তফুর আলম চৌধুরী কে আটক করে দিরাই থানা পুলিশ হেফাজতে দেয়া হয় । সন্ধ্যা সাড়ে ৭ টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত সভাপতিকে ৩ দিনের জেল প্রদান করেন।