দিরাই প্রতিনিধি ঃ- দিরাই হাসপাতালের জরুরি চিকিৎসার সেবা নিয়ে অন্তহীন অভিযোগ আর অনুযোগের অবসান করতে প্রথমবারের মতো শুরু হলো রক্ত পরিসঞ্চালন সেবা।দীর্ঘদিন ধরেই জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসকদের নিয়ে দিরাই বাসীর নানান অভিযোগের একটি ছিলো আশংকা জনক রুগীকে প্রাথমিক চিকিৎসা দিয়েই উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হতো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।বিশেষ করে প্রসূতি রুগীর অতিরিক্ত রক্তপাত ঘটলে চিকিৎসকদের সাধ্যের বাহিরে ছিলো উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তোলা। পরিবারের আর্থসামাজিক অবস্থা যেমনটাই থাকুক বাধ্য হয়ে চিকিৎসকের পরামর্শে রুগীকে নিয়ে যেতে হয় সিলেটে। হাওরাঞ্চলে উপজেলায় বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইয়াসিন আরাফাত উদ্যোগ নিয়েছেন রক্ত সঞ্চালন সেবা চালুর। শনিবার দুপুর থেকে দিরাই উপজেলা হাসপাতালে রক্ত পরিসঞ্চালন সেবার উদ্বোধন করা হয়েছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও রক্ত পরিসঞ্চালন পক্রিয়ার সার্বিক তত্বাবধানে থাকা ডাঃ মোঃ রায়হান উদ্দিন জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইয়াসিন আরাফাত ও মেডিকেল অফিসার ডাঃ মনি রানী তালুকদারের সার্বিক সহোযোগিতায় এই সেবা চালু করা সম্ভব হলো। এই উদ্দ্যোগে সাহায্য সহযোগিতা করে পাশে থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।