সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

দিরাই প্রতিনিধি ঃ- – সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাক এবং দৈনিক সিলেটের ডাকের আমৃত্যু দিরাই উপজেলা প্রতিনিধি  হাবিবুর রহমান তালুকদারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে  শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে  দিরাই প্রেসক্লাবের উদ্যোগে শহরের একটি কনফারেন্স  হলে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়। এতে আরো বক্তব্য রাখেন্ প্রেসক্লাব সহ সভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, সিনিয়র সাংবাদিক ইয়াহিয়া চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, সদস্য  তোফায়েল আহমদ,শাহজাহান সিরাজ, সুহানুর রহমান সুমন,রুকুনুজ্জামান জহুরী,উবাইদুল হক।আলোচনা সভা শেষে প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মজলিশপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রউফ।আলোচনা সভায় সাংবাদিক হাবিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে বক্তারা বলেন, হাবিবুর রহমান পরিশ্রমি মেধাবী সাংবাদিক ছিলেন। তিনি  সাংবাদিকতায় হাওর বেষ্টিত ভাটি অঞ্চলের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরতেন, তার লেখনিতে সমাজের অনেক কিছুতেই উজ্জল দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ে আমৃত্য সংগ্রাম করে গেছেন। সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের কর্মকাণ্ড সাংবাদিকতায় নতুন প্রজন্মকে প্রেরণা যোগাবে।উল্লেখ্য সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার  দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাকের আমৃত্যু দিরাই প্রতিনিধি ও দিরাই  প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালনকালে ২০২১ সালের ২২ শে আগষ্ট রাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে ইন্তেকাল করেন।