সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া চারণকবির মত দুয়ারে দুয়ারে ঘুরতেন। সেই নেত্রী আজ অসুস্থ। আমরা তাকে মুক্ত করতে পারলাম না, আমরা লজ্জিত। এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। আমরা পাকিস্তানের শাসন দেখেছি, ৬৯ এর গণঅভুত্থ্যান দেখেছি, ৭১’র স্বাধীনতা যুদ্ধ দেখেছি। এ বাংলায় এখন ইলিয়াস আলীর মত টগবগে যুবক গুম হয়ে যায়। এ পর্যন্ত ৫ শত নেতাকর্মী গুম হয়েছে, সহস্্রাধিক খুন হয়েছে। তারেক রহমান মিথ্যা মামলার কারণে নির্বাসনে আছেন।
তিনি বলেন, এ সরকার বিএনপি’র দিকে ক্ষেপে আছে। এ সরকার অদৃশ্য সরকার। অন্যখান থেকে সরকারের কলকাঠি নাড়া হয়। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলে অন্যদিকে ক্ষমতাকে পাকাপোক্ত করতে মানুষ খুন করে। তাদের এ ধর্ম অনেক পুরনো। ফ্যাসিস্ট সরকার উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার বিকেলে সুনামগঞ্জ শহরের জামতলা এলাকায় জান্নাত কমিউনিটি সেন্টারে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার শোকসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ ২০০৮ সালে ১০ টাকা কেজি দরে চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকুরী দেবে বলেছিল কিন্তু জনগণ কোনটাই পায়নি। করোনার প্রণোদনার টাকা আওয়ামীলীগের নেতাকর্মীরা নিয়ে গেছে। আজ বিচার ব্যবস্থা দলীয়করণ করা হয়েছে। সমস্ত রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছে। দেশ এখন পুলিশি রাষ্ট্র।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উপস্থাপনায় ও জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ড.ঃ এনামুল হক চৌধুরী, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, কেন্দ্রিয় বিএনপি’র সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটি’র সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটি’র সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি নজির হোসেন, সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট ফজলুল আসপিয়ার ছেলে ব্যারিস্টার আবিদুল হক, জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমদ, অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, আকবর আলী, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট শেরেনুর আলী, আবুল কালাম আজাদ, সৈয়দ তিতুমীর, আবুল মনসুর মোহাম্মদ শওকত, এডভোকেট মাসুক আলম, আনসার উদ্দিন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক নুর হোসেন, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান, আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক, জেলা কৃষকদলের সভাপতি আনিসুল হক, বিএনপিনেতা মোনাজ্জির হোসেন সুজন প্রমুখ।