বাংলাদেশ আওয়ামী লীগ-এর আসন্ন ২৫টি পৌরসভা নির্বাচনের জন্য আগামীকাল ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার থেকে ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা প্রদান করতে হবে।
সংশ্লিষ্ট জেলা/উপজেলা/পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পদক স্বাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীগণ মনোনয়ন ফরম ক্রয় করতে পারবেন। যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন ধরণের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের তালিকা নিম্নে দেওয়া হলো :
পৌরসভা নির্বাচন-২০২০
ক্রমিক জেলার নাম পৌরসভার নাম
১. পঞ্চগড় পঞ্চগড়
২. ঠাকুরগাঁও পীরগঞ্জ
৩. দিনাজপুর ফুলবাড়ী
৪. রংপুর বদরগঞ্জ
৫. কুড়িগ্রাম কুড়িগ্রাম
৬. রাজশাহী পুঠিয়া
৭. রাজশাহী কাটাখালী
৮. সিরাজগঞ্জ শাহজাদপুর
৯. পাবনা চাটমোহর
১০. কুষ্টিয়া খোকসা
১১. চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা
১২. খুলনা চালনা
১৩. বরগুনা বেতাগী
১৪. পটুয়াখালী কলাপাড়া
১৫. বরিশাল উজিরপুর
১৬. বরিশাল বাকেরগঞ্জ
১৭. মানিকগঞ্জ মানিকগঞ্জ
১৮. ঢাকা ধামরাই
১৯. গাজীপুর শ্রীপুর
২০. ময়মনসিংহ গফরগাঁও
২১. নেত্রকোনা মদন
২২. সুনামগঞ্জ দিরাই
২৩. মৌলভীবাজার বড়লেখা
২৪. হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ
২৫. চট্টগ্রাম সীতাকুণ্ডু
তারিখ : ২৩ নভেম্বর ২০২০
প্রেস বিজ্ঞপ্তি