দিরাই পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক ঃ-
সুনামগঞ্জের দিরাই পৌরসভার আসন্ন নির্বাচনে সফিকুল ইসলাম( সফিক)সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছেন।তিনি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশ গ্রহণ করছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সর্বত্র পরিচিত ব্যক্তি।তাছাড়া সফিকুল ইসলাম সফিক আওয়ামীলীগের দিরাই পৌরসভা শাখার সাবেক আহবায়ক হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করে সফিকুল ইসলাম বলেন, আমি কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। নৌকা প্রতীক চাইব,দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে সুষম বণ্টন করে দিরাই পৌরসভাকে পরিকল্পিত আধুনিক শহর ও মাদকমুক্ত করে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি।