দিরাইয়ে চাচার সম্পত্তি জবরদখল করতে  ষাটোর্ধ বিধবার উপর হামলা  

দিরাই প্রতিনিধি :- দিরাইয়ে মৃত চাচার সম্পত্তিতে জোরপূর্বক ভাগ বসাতে বসতঘরে হামলার পর ষাটোর্ধ  বৃদ্ধা চাচিকে  পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। ষাটোর্ধ   রাশিয়া বেগমকে  দিরাই উপজেলা হাসপাতালে ভর্তি  করা হয়েছে। তিনি  দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি ও মধুরা পুর গ্রামের মৃত মতিউর রহমানের স্ত্রী। গত বৃহস্পতিবার বিকাল ২ টার পর রাশিয়া বেগমের বসতঘরে হামলার পর পিটিয়ে আহত করে  মতিউর রহমানের ভাতিজা নুর কালাম ও শাহি আলমেরা ।এব্যাপারে আহত রাশিয়া বেগম বাদি হয়ে নুর কালামসহ ৯ জনের বিরুদ্ধে  দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। থানা পুলিশ জানায়  শুক্রবার অভিযোগটি পেয়ে দিরাই থানার এস আই আমির হোসেন সরেজমিনে পরিদর্শন করেছেন।
    লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি মধুরাপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমান স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে  ৫ বছর পূর্বে মৃত্যুবরন করেছেন। জীবদ্দশায় মেয়েটিকে বিয়ে দিয়ে যান।মধুরাপুর  গ্রামের পাশের হাওরে ১৪ বিঘা বোরো জমি রয়েছে মৃত মতিউর রহমানের। বিধবা স্ত্রী রাশিদা বেগম জমিগুলো থেকে উৎপাদিত ফসলের উপর নির্ভর করেই কোন রকমে দিনাতিপাত করেন।গত বছর থেকে মৃত মতিউর রহমানের সম্পত্তি জবরদখলের চেষ্টা করেন তার ভাতিজা গ্রামের প্রভাবশালী নুর কালাম ও শাহি আলম। লিখিত অভিযোগে রাশিয়া বেগম জানান,গত বছর কিছু জমি বন্ধকি দিতে গেলে বাঁধা প্রদান করেন নুর কালাম ও শাহি আলমেরা। এর পর থেকেই  বসত বাড়ি ও সকল সম্পত্তির উপর ভাগ বসানোর পায়তারা করে আসছে। এ বছর বৈশাখ মাসে জমিগুলো থেকে প্রাপ্ত একসনা ইজারা চুক্তি ধান ইজারাদারদের কাছ থেকে  তারা জোর পূর্বক নিয়ে যায়। তার একমাত্র মেয়ে স্বামী সহ বেড়াতে আসলে বসত বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। গত বৃহস্পতিবার বিকাল ২ টায় নুর কালাম ও  শাহি আলমের লোকেরা হঠাৎ বসত ঘরে জোর পূর্বক প্রবেশ করে রাশিয়া বেগমের উপর হামলা চালানোর চেষ্টা করে। এতে বাঁধা দিলে বৃদ্ধা রাশিয়া বেগমকে পিটিয়ে আহত করে নুর কালাম ও শাহি আলমের লোকেরা ।পরে রাশিয়া বেগমের মেয়ের স্বামী ও আত্মীয়রা তাকে আহতাবস্থায় চিকিৎসার জন্য  দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এব্যাপারে দিরাই থানার এস আই আমির হোসেন বলেন,  মধুরাপুর গ্রামের রাশিয়া বেগমের  সাথে  নুর কালাম ও  শাহি আলমের জমি সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে, মারামারির বিষয়ে মহিলার অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়ে শুক্রবার সরেজমিনে পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।