নিজস্ব প্রতিবেদক,দিশাডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে নাইয়রির নৌকা ডুবির ঘটনায় ৪ শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার ও ১০ জন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে চরনারচর ইউনিয়নের পেরুয়া যাওয়ার পথে ২০-২৫ জন যাত্রীসহ একটি ইঞ্জিন চালিত নৌকা কালিয়াকুটা হাওরের আইনুল বিলের পাশে ঝড়ের কবলে পরে ডুবে যায়। খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে বুধবার সকাল ১০ টা পর্যন্ত ৪শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত রফিনগর ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি জাহেদ মিয়া ঘটনাস্থল থেকে জানান, মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম(২),বদরুল মিয়ার ছেলে আবির(৩),নোয়ারচর গ্রামের আবজল মিয়ার ২ বছরের ছেলে ও পেরুয়া গ্রামের ফিরুজের ২ বছরের ছেলেসহ মোট ৮ জনের লাশ পাওয়া গেছে ও ২ জন নিখোঁজ রয়েছে। নিহতরা অধিকাংশই উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল জানান, নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে ও ২ জন নিখোজ রয়েছে। রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান জানান,নিখোঁজদের উদ্ধারে এলাকাবাসীর তৎপরতা অব্যাহত রয়েছে।