নিজস্ব প্রতিবেদক ঃঃ- দিরাই উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ। সকল প্রস্তুতি সম্পন্ন করছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা ৯টি ইউনিয়নের মোট ১ লাখ ৬২ হাজার ৯৮৬ ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮১হাজার ৭৩৩ এবং মহিলা ভোটার রয়েছেন ৮১হাজার২৫৩ জন। ৯ টি ইউনিয়নের ৮৬ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, চেয়ারম্যান পদে মোট ৫৩, সংরক্ষিত নারী আসনে ১০৯ ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। সরেজমিনে উপজেলার সবকটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলে জানাযায় অধিকাংশ ইউনিয়নে নৌৌকার ভরাডুবির শঙ্কা রয়েছে।
রফিনগর ইউনিয়নে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বীতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শৈলেন্দ্র কুমার তালুকদার, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী ও বিএনপি নেতা বদরুল আলম এর মধ্যে । ভাটিপাড়া ইউনিয়নেও ত্রিমুখী লড়াইয়ে আছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান কাজী, বিদ্রোহী প্রার্থী বদরুল ইসলাম চৌধুরী মিফতা ও বিজিত চন্দ্র দাস। নৌকার প্রার্থী সিরাজ চৌধুরী রয়েছেন বিপাকে।রাজানগর ইউনিয়নে একইভাবে স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন, আওয়ামী লীগের বিদ্রোহী যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা নওশেরান চৌধুরী রয়েছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে।এটিতেও নৌকার প্রার্থী শফিকুল ইসলাম রয়েছেন বেকায়দায়। চরনাচর ইউনিয়নে ত্রিমুখী লড়াইয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী জগদীশ সামন্ত, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা পরিতোষ রায় ও উপজেলা বিএনপির সহ সভাপতি সামছুল হক তালুকদার।সরমঙ্গল ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান এহসান চৌধুরী, বিদ্রোহী প্রার্থী কানু লাল দাস,বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন জুয়েল, সেলিম মিয়ার মাঝে হবে মূল লড়াই।আওয়ামী লীগের প্রার্থী জামানত বাজেয়াপ্ত হওয়ার রয়েছে সম্ভাবনা। করিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী লিটন চন্দ্র দাস, বিএনপির আতাউর রহমান বাদশা,সেলিম সর্দার, নজরুল ইসলাম মাঝে তুমুল ভোট যুদ্ধের আভাস বিরাজমান।জগদল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন রশীদ লাভলু, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ দ্বিমূখী লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছেন দুজনেই ।তাড়ল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আহমদ চৌধুরী, বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আকিকুর রেজা, বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস, বিএনপির নুরুল হক ও আলী আহমদ এর মাঝে কে নির্বাচিত হবে বলা যায়না সবার অবস্থান প্রায় সমান।কুলঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মুজিবুর রহমান তালুকদার আওয়ামীলীগের বিদ্রোহী পবিত্র মোহন দাস , আলাউর রহমান তালুকদার, যুবলীগ নেতা মোঃ একরার হোসেন এর মাঝে চতুর্থমুখী লড়াই হবে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন বলেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচন করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকবেন।কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।