নিজস্ব সংবাদদাতাঃ- নিখোজের চার দিন পরে নেত্রকোনার খালিয়াজুরীর হাওর থেকে সুনামগঞ্জের দিরাইয়ের জয় পুরকায়স্থ (১৯) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২১ মে বিকেলে খালিয়াজুরী থানার মুকিমপুর চুনাই হিজলদারিয়া বাগান থেকে গাছের সাথে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১৭ মে সে নিখোজ হয়।মৃত জয় পুরকায়স্থ দিরাইয়ের বলনপুর গ্রামের হরিধন পুরকায়স্থের ছেলে। বিষয়টি নিশ্চিত করে কালিয়াজুরী থানা পুলিশ জানায়,খবর পেয়েবপুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়।
থানা পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, জয় পুরকায়স্থ বলনপুরের সমিরন তালুকদারের বাড়িতে কার্তিক মাস থেকে জৈষ্ঠ মাস পর্যন্ত রাখালের কাজে চাকরিরত ছিল। গত ১৭ মে শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় কর্মস্থলে গিয়ে বাড়িতে ফিরে আসেনি। বিষয়টি তার মালিককে জানালে তারা কোন সন্ধান দিতে পারেননি। জয়ের পিতা হরিদন পুরকায়স্থ জানান, নিখোজ হওয়ার অনেক খুঁজাখুঁজির পর কোন সন্ধান মিলেনি। চার দিন পর ২১ মে পাশের গ্রামের এক মহিলার কাছ থেকে খবর পেয়ে, খালিয়াজুরী থানাধীন মুকিমপুর চুনাই কিশারী হিজলদারিয়া নামক স্থানে আমার ছেলের লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। খবর পেয়ে খালিয়াজুরী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করেন।এব্যাপারে খালিয়াজুরী থানার এসআই আবুল কালাম বলেন, খালিয়াজুরী থানাধীন মুকিমপুর হিজলদারিয়া নামক স্থানে করছ গাছের সহিত ঝুলন্ত এবং শরিরের নিন্ম অংশ মাঠিতে লাগানো অবস্থায় কিশোরের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাটানো হয়। ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে।