দিরাইয়ে ইউপি সদস্যসহ ৭ জুয়াড়ি গ্রেফতার

 

দিরাই প্রতিনিধি – সুনামগঞ্জের দিরাইয়ে এক ইউপি সদস্যসহ ৭ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার(২৬ আগষ্ট) ভোররাতে দিরাই থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চরনারচর ইউনিয়নের মিলনবাজারের জুয়াড় আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য গোপালপুর গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে মহেশ চন্দ্র দাস(৩৫),একই গ্রামের মৃত রাজেন্দ্র দাসের ছেলে রনজিত দাস(২৬),লৌলারচর গ্রামের মৃত নরেশ ভূইয়ার ছেলে সুধিন ভূইয়া(৩৫),মৃত হাছন তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫)খালেক মিয়ার ছেলে মঞ্জু মিয়া(৩০),মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে আনোয়ার মিয়া(৩০),শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আম্বর আলী মিয়ার ছেলে মহিদুল মিয়া(৪০)। থানা পুলিশ সুত্রে জানা যায়,দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মিলনবাজারের একটি দোকান ঘরে দীর্ঘদিন ধরে জুয়ার আসরে এলাকার জুয়াড়িরা একত্রিত হয়ে প্রতিদিন জোয়া খেলা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদে খবর পেয়ে দিরাই থানা পুলিশ শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে জোয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ তাদের আটক করে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে দিরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন আটককৃত সকল আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।