দিরাইয়ে যাত্রীবাহি নৌকা ডুবিতে ২ জনের সলিল সমাধি

 

নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ সুনামগঞ্জের দিরাইয়ে ঘুর্ণিঝড়ের কবলে পরে যাত্রীবাহি নৌকা ডুবির ঘটনায় দুইজনের সলিল সমাধি হয়েছে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। একজন পুরুষ বয়স অনুমান ৫০ আর অপরজন একটি ছেলে বয়স প্রায় (১২) বছর। শনিবার সকাল পৌনে ১১টায় উজানধল এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ অকুস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেছে।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় দিরাই উপজেলা সদর থেকে ধল বাজার যাওয়ার পথে গ্রামের পাশে কালনী নদীতে হঠাৎ ঘুর্ণিঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।নৌকার মালিক ধল গ্রামের সুজন মিয়া জানান, নারী পুরুষ শিশুসহ ১২ জন যাত্রী নিয়ে দিরাই থেকে উজানধলের কাছে আসা মাত্র নৌকাটি ঘুর্ণিঝড়ের কবলে ডুবে যায়। ২ জন ছাড়া সবাইকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা করা হয়। নৌকাটি টেনে তীরে ভিড়ানোর পর দুইজনকে মৃত পাওয়া যায়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, নৌকা ডুবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় জানা যায়নি।