দিরাই প্রতিনিধি ঃ- দিরাইয়ে উপজেলা পানি উন্নয়ন বোর্ড পাউবো’র সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বেলা ১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, এহসান চৌধুরী, রেজুয়ান হোসেন খান, আব্দুল কুদ্দুছ, সৌম্য চৌধুরী, রতন কুমার দাস তালুকদার, মুজিবুর রহমান। সভায় পানি উন্নয়ন বোর্ডের দিরাই উপজেলা সমন্বয়কারী রিপন মিয়া জানান, দিরাই উপজেলায় চলতি মৌসুমে হাওরের বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষার জন্য সার্ভেকাজ করা হচ্ছে। গত বছর ৭৪ কিলোমিটার বাঁধ নির্মান করা হয়েছিলো। এবৎসর ১শ কিলোমিটার বাঁধ নির্মান করার জন্য প্রস্তাব পাঠানো হবে।
admin
৭:৩০ পূর্বাহ্ণ