দিরাই পৌরসভা নির্বাচনে ইকবাল চৌধুরীকে কেন্দ্রীয় বিএনপির প্রার্থী ঘোষণা

  1. দিরাই প্রতিনিধি :: দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে ইকবাল হোসেন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার সন্ধ্যায় দলের মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে মনোনয়ন পত্র  সংগ্রহ করেন ইকবাল হোসেন চৌধুরী। এর আগে গত বৃহস্পতিবার দলের সুনামগঞ্জ জেলা ও দিরাই উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক প্রস্তাব দিয়ে দলের একক প্রার্থী ঘোষণা করা হয়।