নিজস্ব প্রতিবেদক দিশা ডটকম ঃ- সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন)। দুবারের সংসদ সদস্য জয়া সেনগুপ্তাকে পরিবর্তনের আলোচনা ছিল আগে থেকেই। এই আসনটিতে সাতবারের সংসদ সদস্য ছিলেন জয়া সেনের স্বামী প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। আল আমিন চৌধুরী সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য শাল্লা উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন। তার বড় পরিচয় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোট ভাই তিনি । এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -২ (দিরাই -শাল্লা) আসনে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন) আওয়ামীলীগের নৌকা প্রতীক পাওয়ায় দিরাই ও শাল্লায় তাঁর সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। রোববার বিকেল সাড়ে চারটায় দিরাই বাজারের লঞ্চ ঘাটের অস্থায়ী কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় । সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন দিরাই পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমেদ ,
প্রবীন আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন,উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, আওয়ামী লীগ নেতা ছাদ উদ্দিন, ইদন মিয়া দিরাই বাজার মহাজন সমিতির সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়,আওয়ামী লীগ নেতা এহিয়া চৌধুরী, আব্দুল হান্নান, তারিফ উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া,
উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বিশু, পৌরযুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, নুরুল ইসলাম, রুবেল সরদার সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ( আল আমিন) নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ায় দিরাই ও শাল্লায় বিভিন্ন বাজারে নৌকা সমর্থকেরা আনন্দ মিছিল করতে দেখা যায়।