ত্রিমূখী লড়াইয়ে কে হচ্ছেন দিরাই পৌরসভার চতুর্থ মেয়র

 

নিজস্ব প্রতিবেদক,দিশাডটকম-
সারাদেশে প্রথম দফা পৌরসভা নির্বাচনে মধ্যে সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচন সোমবার । সকাল ৮ টা থেকে বিকাল চার টা পর্যন্ত চলবে ইভিএম পদ্ধতিে ভোট গ্রহণ। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নিয়েছেন নির্বাচন কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন প্রার্থী থাকলেও মূল আলোচনায় রয়েছেন তিন জন প্রার্থী। এদের মধ্যে কে নির্বাচিত হচ্ছেন তা নির্ধারণ হবে বিকাল চারটার পরে। দলীয় প্রতীকে ৪ জনসহ নির্বাচনে মেয়র পদপ্রার্থী।নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামীলীগ মনোনীত সাবেক ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ রায়(নৌকা), বিএনপি মনোনীত সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন চৌধুরী (ধানের শীষ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মোশাররফ মিয়া (জগ), প্রতীকে।এর মাঝে প্রধান দুই রাজনৈতিক দলের তরুন দুই প্রার্থীর সাথে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর হাড্ডা-হাড্ডি লড়াই হবে এমনটাই মনে করছেন পৌরসভার সচেতন ভোটাররা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত সুনামগঞ্জের দিরাই পৌরসভায় ১২ টি কেন্দ্র রয়েছে। এর মাঝে ৭ টি কেন্দ্রকে ঝুঁকি পূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সহ ৯ জন ম্যাজিষ্ট্রেট রয়েছেন দায়িত্বে। মোতায়েন থাকবে দুই প্লাটুন বিজিবি। তাছাড়া প্রতি কেন্দ্রে ১০ জন পুলিশ সহ ১৪ জন আনসার থাকবে নিরাপত্তার দায়িত্বে। এছাড়াও রয়েছে পুলিশের ৬ টি মোবাইল টিম।নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে সম্মিলিতভাবে প্রশাসনের উদ্যোগের কথা জানিয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এমদাদুল হক দৈনিক দিরাই – শাল্লা ডটকমকে বলেন ১২ টি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইন শৃংখলা বাহিনী নিয়োজিত আছে। আমরা আশা করছি নির্বিঘ্নে সকল ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারবেন ইনশাআল্লাহ। দিরাই পৌরসভায় ভোটার সংখ্যা ২১ হাজার ৩৭৯ জন। সব মিলিয়ে দিরাই পৌর নির্বাচনে চলছে ত্রিমুখী লড়াই। হাড্ডা হাড্ডি লড়াইয়ে কে হচ্ছেন দিরাই পৌরসভার চতুর্থ মেয়র বিশ্বজিত রায়,ইকবাল হোসেন চৌধুরী নাকি বর্তমান মেয়র মোশাররফ মিয়া তা নিশ্চিত হবে সোমবার বিকেলেই।