শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দিরাইয়ে আ’লীগের মিছিল সমাবেশ

 

দিরাই প্রতিনিধি ঃ- বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ারে বইছে। শেখ হাসিনা মানবতার নেত্রী হিসেবে বিশ্ব রাজনীতির জন্য একজন আদর্শ নেতার স্বীকৃতি লাভ করছেন। সরকারের ধারাবাহিক উন্নয়নে দেশ যখন এগিয়ে চলছে, ঠিক তখনই শেখ হাসিনার সরকারের উন্নয়নে বাঁধা দানকারী বিএনপি জামায়াত জোট নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমনকি শেখ হাসিনাকে তারা হত্যা করার পরিকল্পনা করছে।এর ধারাবাহিকতায় প্রকাশ্য দিবালোকে রাজশাহীর বিএনপির এক নেতা শেখ হাসিনাকে হত্যা করার হুমকি দিয়েছে। অবিলম্বে হুমকিদাতা গ্রেফতারকৃত বিএনপি নেতাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।শনিবার বিকাল ৫ টায় দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে স্থানীয় শ্যামারচর বাজারের রামচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। চরনারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুমন রায় চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ( ভারপ্রাপ্ত) এডভোকেট সোহেল আহমেদ।ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল আরমান ও যুবলীগ নেতা জ্যোতির্ময় দাসের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোশাররফ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ রায়, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়,ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী।আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য রায়হান মিয়া,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুমুদ চন্দ্র দাস, পৌর মৎস্যজীবি লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী,আওয়ামী লীগ নেতা ছানু চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া,জেলা ছাত্রলীগ নেতা সুজন হাজরা ভূট্রো,শাল্লা উপজেলা ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শ্যামারচর বাজার প্রদক্ষিণ করে।