দিরাইয়ে জয়া সেনগুপ্তা এমপি..সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা- কর্মীদের সজাগ থাকবে হবে

 

দিরাই প্রতিনিধি ঃ- দিরাই-শাল্লা আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন বাঙ্গালী জাতি হিসেবে আমরা আজ গর্বিত আনন্দিত। কারন আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের দ্বিতীয় ক্ষমতাধর নেত্রী। এবিষয়টি আমাদের জন্য অত্যন্ত গর্বের। পাশাপাশি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।
সুতরাং কোন অবস্থায় কোন ষড়যন্ত্র যেন সরকার ও আমাদের নেত্রী শেখ হাসিনার কোন প্রকার ক্ষতি করতে না পারে সেদিকে সকল নেতাকর্মী সজাগ থাকতে হবে।তিনি বলেন বিশ্ব ব্যাপী করুনা মহামারীর কারনে আর্থিক সংকট চলছে। করুনা আর দুই তিনবারের বন্যায় আমরা নিজেরা যেমন ক্ষতির সম্মুখীন তেমনি সরকারের আর্থিক স্থিতিটা কিছুটা স্তিমিত। সুতরাং উন্নয়ন ভবিষ্যতে অবশ্যই হবে,কিন্তু একটু আস্তে আস্তে হবে।তাই আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে।আওয়ামী লীগের সরকার উন্নয়নের সরকার।

দিরাই উপজেলা চরনারচর ইউনিয়ন ও শাল্লা উপজেলা আটগাও ইউনিয়ন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির ড. জয়া সেনগুপ্তা এমপি এসব কথা বলেন। আটগাও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি খুরশিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আল কাউসারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমেদ সহসভাপতি সিরাজুদ্দৌলার তালুকদার,সহসভাপতি জগদীশ সামন্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান এওর মিয়া, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম আজাদ,প্রচার সম্পাদক নওশের মনির,আওয়ামী লীগ নেতা জাকির হোসেন হান্নান, জগদল ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন মঞ্জু,আওয়ামীলীগ নেতা সৌমেন চৌধুরী,দিরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার,শাল্লা উপজেলা সেচ্ছাসেবক লীগের সেক্রেটারি অজয় তালুকদার, যুবলীগ নেতা শিশির অধিকারী,দিরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, শাল্লা উপজেলা ছাত্রলীগের নেতা অলিউর রহমান চৌধুরী ইমন প্রমূখ।