আরো বেশি ধাান কেনা নিয়ে আগামী কালের সভায় কথা বলবো-কৃষিমন্ত্রী

ডেস্ক নিউজঃ

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন হাওরে ৭৫ ভাগ ধান কাটা শেষ। উপজেলায় উপজেলায় ধান কেনা শুরু হয়েছে। ধান কেনা নিয়ে কোন অনিয়ম হবে না। লটারির মাধ্যমে৷ ধান কেনা হবে।
গণ মাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানোর সুপারিশের বিষয়টি আগামীকালের সভায় আলোচনা করবো।
মন্ত্রী বুধবার সুনামগঞ্জের সাংহাই হাওরে ধান কাটা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
এসময় পরিকল্পনায় মন্ত্রী এমএ মান্নান এমপি, মুহিবুর মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপ, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, শামীমা শাহরিয়ার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
পরিকল্পনা মন্ত্রী এম মান্নান এসময় কৃষি খাতকে অগ্রাধিকার দেবার কথা জানান। পরে দুই মন্ত্রী সদর উপজেলার লালপুর গ্রামের কৃষকের কাছ থেকে ধান কিনে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলে।