সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, চলতি বোরো মওসুমে ৮ লাখ টন ধান লটারীর মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে। বর্তমান সরকার কৃষিখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দেশের খাদ্য উৎপাদনে হাওর এলাকার কৃষকের যথেষ্ট অবদান রয়েছে। করোনা সংকটের কারণে হাওর এলাকায় ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছিল। সরকার প্রশাসনের সহযোগিতায় বাইরের জেলাগুলো থেকে শ্রমিক হাওর এলাকায় নিয়ে আসছে। তারা স্বাস্থ্য বিধি মেনে হাওরে ধান কাটার কাজ করেছে। হাওরের ধান দ্রুত কেটে নেয়ার জন্য কৃষকের ভর্তুকি দিয়ে হারভেস্টার মেশিন দিয়েছে। ধান কাটার সময় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে ১ লাখ টাকা সহযোগিতা করবে। তাদের পরিবারের লোকসংখ্যা বেশি হলে ২ লাখ টাকা দেয়া হবে। কৃষিখাতকে গতিশীল রাখতে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনা দেয়া হবে, যাতে কৃষক সর্বোচ্চ উৎপাদন করতে পারেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানায়, কোভিড ১৯ এর সংক্রমনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই ওই সব দেশে দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হতে পারে। এজন্য দেশের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আওয়ামীলীগ সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এছাড়া মাঠের কৃষকদের উৎসাহ দিতে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ মাঠে ধান কেটেছেন।
গতকাল বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের হাওরে ধান কাটা পরিদর্শন শেষে কৃষি মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সরকার স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য ভালো চিকিৎসার প্রয়োজন। এই দুটি খাতে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক মোহাম্মদ সফর উদ্দিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্ত্রী কৃষকের ধান কাটার জন্য দুটি হারভেস্টিং মেশিনের চাবি ও প্রধানমন্ত্রীর দেয়া উপহার কৃষকের তুলে দেন। পরে মন্ত্রী সদর উপজেলার লালপুর গ্রামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করে তাহিরপুর উপজেলার হাওরের ধান কাটা পরিদর্শন করে কৃষকের সংগে কথা বলেন।