শাল্লায় বাবা-মা’কে ভরণ পোষন না করায় ছেলের কারাদন্ড

প্রতিনিধি শাল্লা:

বাবা মায়ের ভরণ পোষন না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগে দবিরুল ইসমলাম(২৫) নামে এক ছেলেকে কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন। শনিবার শাল্লা থানায় মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারা দন্ড দেয়া হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর আলম জানান, উপজেলার হবিবপুর ইউনিয়নের টুকচাঁনপুর গ্রামের আব্দুল আলী মিয়া বাদী হয়ে তার ছেলে দবিরুল ইসলামের নামে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন, তাদের প্রতি অমানবিকতা করা হচ্ছে। ভরণ পোষণ না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। তাই অভিযোগের প্রেক্ষিতে শাল্লা থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে দবিরুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করে শাল্লা থানায় নিয়ে আসে। এরপর শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে আসামীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
ওসি আরো জানান, আসামীকে সাঁজা দেওয়ার পর সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন বলেন, বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগে দবিরুল ইসলাম নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।