দিরাই প্রতিনিধি ঃ-দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের একজনসহ ৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। সাধারণ সদস্য পদে আরো তিন জনের মনোনয়ন পত্র বাতিল হয় । সোমবার মনোনয়ন পত্র যাচাই বাঁচাই কালে তাদের মনোনয়ন পত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। চরনারচর ও দিরাই- সরমঙ্গল ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফ উদ্দীন জানান, সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রঞ্জিত রায়ের( নৌকা) বিরুদ্ধে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষের দেয়া ঋণ খেলাপী পত্র থাকায় তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।তাছাড়া বিধি অনুযায়ী অন্যান্ন প্রার্থীগন সকল তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন বাতিল হওয়া অন্য দুই জন হলেন , দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ কান্ত রায় ও করিমপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রামীম চৌধুরী। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের বরাত দিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন করিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী দীপক রঞ্জন দাস, জগদল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন ও ভাটিপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী সুহেদ আহমেদের মনোনয়ন বাতিল ঘটনা করা হয়। দিরাই উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,সোমবার মনোনয়ন পত্র বাছাইয়ে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৮ জনসহ ৫৭ জনের মনোনয়ন পত্র বৈধ হয়, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনে বৈধ প্রার্থী হলো ৫শ ৪০ জন। উল্লেখ্য গত ২৫ নভেম্বর উপজেলার ৯ ইউনিয়নে ৬০ চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ৯ জন সহ ৬০, ২৭ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০৯ ও ৮১ টি সাধারণ ওয়ার্ডে ৩৬৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন ।