দিরাই প্রতিনিধি ঃ দিরাইয়ে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শণী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১১ টায় দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দিরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: আহসান হাবীব, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিসিএসআইআর; দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশাররফ মিয়া প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন।