দিরাইয়ে জলমহালের মাছ লুটপাট  ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ 

দিরাই প্রতিনিধি :- সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের মাছ লুটপাটের অভিযোগে  থানায় লিখিত অভিযোগ দায়ের।দিরাই  উপজেলার বাদালিয়া, জেরাডোব ও কাঠাডোবা বদ্ধ নামক জলমহালটিতে এ ঘটনাটি ঘটে। এব্যাপারে ভাটিধল মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের পক্ষে মৎস্যজীবি আব্দুল ওয়াহিদ বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
          লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, সরকার কর্তৃক দিরাই  উপজেলার  বাদালিয়া, জেরাডোব ও কাঠাডোবা বদ্ধ নামক জলমহালটি ভাটিধল মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে ইজারা প্রদান করা হয়। ১৪৩০ বাংলা সন হইতে ১৪৩২ বাংলা সন পর্যন্ত ইজারা প্রাপ্ত হইয়া সমিতির লোকজন কাঠা বাশ দ্বারা জলমহালটি রক্ষনা বেক্ষন করে মৎস্য আহরনের প্রস্তুতি নিতে থাকে। জলমহাল  সংলগ্ন গ্রামের কিছু সংখ্যক লোক জলমহালে থাকা মাছের উপর লোভী হইয়া জোরপূর্বক লুটপাটের চেষ্টায় লিপ্ত থাকে। গত ২৬ ডিসেম্বর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র ও নানা জাতের মাছ ধরার জাল নিয়া বড় কাড়ি নৌকা যোগে  জলমহালে জোরপূর্বক প্রবেশ করিয়া বিষ জাতীয় কিটনাশক দ্রব্য ফেলে বিভিন্ন জাতের  প্রায় ৭ মন লুট নিয়ে যায়। তাছাড়া জলমহালে বিষ প্রয়োগের কারনে কয়েক লাখ টাকার মাছ পরদিন সকালে মরে ভেসে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।  এঘটনায় জলমহালটির ইজারাদার ভাটিধল মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের পক্ষে আব্দুল ওয়াহিদ বাদী হয়ে ভাটিধল গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আব্দুল হাইসহ ৯  জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন,  অভিযোগে বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।জলমহাল নিয়ে গ্রামের দুই পক্ষের বিরোধ রয়েছে।